সরকারকে হাফিজের হুঁশিয়ারি

জিয়ার সমাধি জনগণের হৃদয়ে, এটি সরাবেন না

ক্ষমতাসীনরা শহীদ রাষ্ট্রপতি জিয়ার সমাধি সরানোর চেষ্টা করলে তা সর্বশক্তি দিয়ে প্রতিহত করা হবে বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারী উচ্চারণ করেন। ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ শীর্ষক এ আলোচনা সভায় আয়োজন করেজাতীয়তাবাদী সাংস্কৃতিক দল ঢাকা মহানগর দক্ষিণ।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘শহীদ জিয়ার দৃষ্টি নন্দন এ সমাধিটি জনগণের হৃদয়ে স্থান দখল করে আছে। তাই এই মাজার সরানোর মতো দুঃসাহস দেখাবেন না। যদি করেন তাহলে সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করা হবে।’

তিনি অভিযোগ করেন, ‘বর্তমান সরকার চায় কারাগারে বিএনপি নেতারা ধুঁকে ধুঁকে মৃত্যুবরণ করুক। এই কারণে একের পর এক মিথ্যা ও ভিত্তিহীন মামলা দিয়ে নেতাকর্মীদের কারাগারে পাঠাচ্ছে।’

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে হাফিজ বলেন, ‘এই নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ড করার পরিবর্তে ইতিমধ্যে মাঠ উঁচু-নিচু ‍করার কাজ শুরু করেছে। তাই নির্বাচন কমিশনকে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের স্বীকৃতি দেয়া উচিৎ।’

নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপির এ নেতা বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন থেকে দেশে ফিরে গণতন্ত্র পুনঃউদ্ধারের জন্য এবার যে আন্দোলনের ডাক দেবেন রাজপথে থেকে সেই আন্দোলনকে সফল করতে হবে। আর ওই আন্দোলনের মধ্য দিয়েই স্বৈরাচার সরকারের মরণ ঘণ্টা বাজাতে হবে।’

আয়োজক সংগঠনের সভাপতি জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, সহ-তথ্য গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জাসাসের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক প্রমুখ।



মন্তব্য চালু নেই