মাঠে তারকা, সঙ্গে গ্যালারীতেও

কি এক উত্তেজনা শুরু হলো বাংলাদেশ ক্রিকেট নিয়ে। এ উত্তেজনা থামছেই না। উত্তেজনার জোয়ারে ভাসছে সারাদেশ। মাঠে যখন খেলছে বাংলাদেশ দলের তারকারা তখন ওই গ্যালারীতে হাজার দর্শকের মাঝে রয়েছেন অভিনয় শিল্পী ও নির্মাতারা। তাদের মধ্যে নির্মাতা শাফায়েত মনসুর রানা ও ইমরাউল রাফাত, অভিনেতা মিশু সাব্বির, অভিনেত্রী অপর্ণা ঘোষসহ আরেক তরুণ অভিনেতা ইরফান সাজ্জাদের স্ত্রী শারমিন সাজ্জাদও মাঠে বসে খেলা দেখছেন। তারাও বাংলাদেশের সিরিজ জয়ের আশায় বসে আছেন মাঠের গ্যালারীতে।

১৬ কোটি মানুষের চোখ এখন বাংলাদেশের খেলার দিকে। আজ জিতলেই সিরিজ জিতবে বাংলাদেশ। সেই সঙ্গে সারাদেশ। এই ইতিহাসের সাক্ষী হবার জন্যই গ্যালারীতে হাজারও দর্শকের মাঝে রয়েছেন বাংলাদেশি অভিনয় শিল্পীরা। তারা বরাবরই মাঠে খেলা দেখে থাকেন। অন্যদিকে আরেক অভিনেত্রী মৌসুমী হামিদও এবারের ব্যস্ততার কারণে খেলা দেখতে পারেননি। এছাড়াও অনেক তারকারই যাবার কথা রয়েছে আজকে মাঠে খেলা দেখতে।



মন্তব্য চালু নেই