যে ৫ টি কারণে জন্ম হয় ভূতের?

ভূত কেন হয়? এই প্রশ্ন আসে সবার। জেনে নিন কী কী কারণে জন্ম হয় ভূতের।-

১) অপঘাতে মরলেই হয় ভূত। আর ভূত কখনও শান্তির ঘুম দিতে পারে? সে নিজের অন্যায় মৃত্যুর প্রতিবাদে রাস্তায় নামে।

২) ভূতরা ভয়ঙ্কর নয় চারিত্রিকভাবে। তারা শুধুমাত্র খারাপ মানুষকেই ভয় দেখায়। আর একটু আধটু প্রতিহিংসা তাদের মধ্যে তো থাকেই।

৩) যে মানুষরা কোনওদিন এই পৃথিবী ছেড়ে যেতে চায়নি, যে মানুষরা তাদের পরিবারকে ছেডে় থাকতে পারে না, তারাই ভূত হয়।

৪) ভূতদের অনুভূতি আছে। কিন্তু ভূতদের কোনও জ্ঞান নেই।

৫) ভূতরা মারা যাওয়ার পর শুধুমাত্র নিজের বাড়িতে ১২ টা রাতই কাটায়। তারপর তারা নিজেদের জন্য আলাদা করে নতুন আস্তানার খোঁজ করে।



মন্তব্য চালু নেই