চট্টগ্রামে আসবাবপত্র কারখানা পুড়ে ছাই

চট্টগ্রামের কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) একটি আসবাবপত্র কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট একযোগে কাজ করে সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে কারখানাটি আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কী তা এখনও বিস্তারিত জানা যায়নি।

আজ সোমবার ভোরে এই আগুনের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, তাইওয়ান মালিকানাধীন ট্রেনডেক্স নামের ওই কারখানাটিতে ভোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

কারখানাটি বন্ধ থাকায় এবং আগুন লাগার বেশ কিছুক্ষণ পরে খবর পাওয়ায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও বিস্তারিত জানা যায়নি।



মন্তব্য চালু নেই