ইনজুরিতে পড়ে হাসপাতালে জিম্বাবুয়ে উইকেটরক্ষক
বাংলাদেশের ব্যাটিংয়ের সময়ই একটি উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে। উইকেরটক্ষক রিচমন্ড মুতুম্বামি গোড়ালির ইনজুরিতে পড়েন এবং সেটা এতটাই যে, হাসপাতালে পাঠিয়ে দিতে হয়েছে তাকে।
বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার প্রথম ওয়ানডে চলাকালে বাংলাদেশের ব্যাটিংয়ের সময় গোড়ালিতে বল লেগে আঘাত পান তিনি। তবে সেই আঘাত নিয়েই পুরো ৫০ ওভার উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেন মুতুম্বামি।
বাংলাদেশের ইনিংস শেষ হলে দ্রুতই তাকে রাজধানির অ্যাপোলো হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। এখন সেখানে তার চিকিৎসা চলছে। এ ব্যাপারে যোগাযোগ করা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেবাশীষ চৌধুরীর সাথে। তিনি জানান, ‘সে (মুতুম্বামি) আঘাত পেয়েছে অ্যাংকেলে। এমআরআই করা হয়েছে। এমআরআই রিপোর্ট পাওয়া গেলেই বস্তারিত জানা যাবে।’
চামু চিভাবার সঙ্গে মুতুম্বামিই জিম্বাবুয়ে দলের হয়ে ইনিংস ওপেন কওে থাকেন। আজও তার নামার কথা। তবে, ইনজুরির কারণে চামু চিভাবার সাথে তার পরিবর্তে ইনিংস উদ্বোধন করতে নামেন লুক জংউই। শেষ পর্যন্ত মুতুম্বামি ব্যাট করতে না পারায় ৯ উইকেট পড়ার পরই শেষ হয়ে যায় জিম্বাবুয়ে ইনিংস।
মন্তব্য চালু নেই