‘বিএনপির আমলে সারের জন্য ১৮ জন কৃষক গুলি খেয়ে মরেছে’
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বিএনপির আমলে সারের দাবিতে ১৮ জন কৃষককে গুলি খেয়ে মরতে হয়েছিল। কৃষকরাতো খাদ্য উৎপাদনের জন্য সার চেয়েছিল কিন্তু তারা এর পরিবর্তে গুলি খেয়েছে।
শনিবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলা পরিষদে কৃষকদের মাঝে বীজ ও সাড় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। কৃষকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, সরকারের ইচ্ছার প্রতিফলন কাজে লাগিয়ে আপনারা ফসল ফলিয়েছেন। যার ফলে আমরা খাদ্যে উদবৃদ্ধ দেশে পরিনত হয়েছি। আমরা ৫০ হাজার টন খাদ্য শস্য শ্রীলঙ্কায় রপ্তানি করতে পেরেছি।
মন্ত্রী বলেন, ২০০১ সালের ১৬ জুলাই আওয়ামীলীগ জখন ক্ষমতা হস্তান্তর করে তখন ১১ লক্ষ টন খাদ্য মজুদ ছিল। এর পরে বিএনপি সরকার ক্ষমতায় এসে পুনরায় এই দেশকে খাদ্য ঘাটতির দেশে পরিনত করেছিল।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সুলতান হোসেন খান এর সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রবীন্দ্রশ্রী বড়–য়া, জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রাকিব, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক শেখ আবু বক্কর সিদ্দিকি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক বাসন্ডা ইউপি চেয়ারম্যান মোবারেক হোসেন মল্লিক, প্রমুখ।
অনুষ্ঠানে সদর উপজেলার ৬৮৫ কৃষকের মাঝে বীজ, সাড়সহ অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়।
মন্তব্য চালু নেই