বাংলাদেশ “এ” দলের সিরিজ জয়
জিম্বাবুয়ে ‘এ’ দলের বিরুদ্ধে তিন ম্যাচ ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩৬ রানে জিতেছে বাংলাদেশ ‘এ’ দল। এই জয়ের মাধ্যমে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো শুভাগতরা।
বুধবার হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের দেয়া ২৮৩ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৬ রান করে জিম্বাবুয়ে ‘এ’ দল।
স্বাগতিকদের পক্ষে ব্রায়ান চারি ৬৯, টিনোতেন্দা মুতোমবোদজি ৫৭ ও গডউইল মামহিয়ো ৪৬ রান করেন। বাংলাদেশ ‘এ’ দলের পক্ষে মুক্তার আলী ২টি, তাইজুল ইসলাম ২টি, মোহাম্মদ শহীদ ১টি, আবু জায়েদ ১টি, মাহমুদুল হাসান ১টি ও শুভাগত হোম ১টি করে উইকেট নেন।
এদিন প্রথমে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮২ রান সংগ্রহ করে বাংলাদেশ ‘এ’ দল। গত ম্যাচে সেঞ্চুরি করা মোহাম্মদ মিথুন এ ম্যাচে করেন ৬৬ রান।
আর মোসাদ্দেক হোসেন ৫০ রানে অপরাজিত থাকেন। এছাড়া সাদমান ইসলাম ৪৭, রনি তালুকদার ১৬, শুভাগত হোম ৩০, মাহমুদুল হাসান ২১, নুরুল হাাসন ১ ও মুক্তার আলী ২৯* রান করেন। সিরিজের প্রথম ম্যাচে ১৩৮ রানে জিতেছিলো বাংলাদেশ ‘এ’ দল।
মন্তব্য চালু নেই