জাপার প্রার্থী তালিকা করার নির্দেশ দিয়েছেন এরশাদ
আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে সকল জেলা ও উপজেলা কমিটির প্রতি নির্দেশ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সেই সঙ্গে সকল জেলা কমিটিকে যত দ্রুত সম্ভব স্থানীয় নির্বাচনে আগ্রহী প্রার্থীদের তালিকা প্রণয়ন করতে বলেছেন।
মঙ্গলবার জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারী সুনীল শুভ রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে জাতীয় পার্টির জেলা কমিটিগুলোকে প্রত্যেক উপজেলা ও পৌরসভা থেকে প্রস্তাবিত তালিকা গ্রহণ করে আগামী ২০ নভেম্বরের মধ্যে পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।
মন্তব্য চালু নেই