আইপিএল থেকে সরে দাঁড়ালেন সুন্দের রহমান

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর প্রধান পরিচালনা কর্মকর্তা (সিওও) সুন্দের রহমান পদত্যাগ করেছেন। মঙ্গলবার সকালে সুন্দের রহমান বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এর আছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। বিসিসিআই তার পদত্যাগ পত্রও গ্রহণ করেছে। আগামী বৃহস্পতিবার বিসিসিআইতে তার শেষ কার্যদিবস।

আইপিএলের স্পট ফিক্সিংয়ে জড়িত না থাকলেও তদন্ত চলাকালিন সময়ে সুন্দের রহমানের ভূমিকা নিয়ে বিচারপতি লোধা কমিটি প্রশ্ন তুলেছিল। তার বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ প্রমাণিত না করলেও সুন্দের রহমানের নাম ১৪ জনের তালিকায় উঠিয়েছিলেন লোধা কমিটি।

শ্রীনিবাসন থাকাকালিন সময়ে সুন্দের রহমান বিসিসিআইয়ের অন্যতম ক্ষমতাশীল এক কর্মী ছিলেন। তবে শ্রীনিবাসন আসনচ্যূত হওয়ার পর পরই সুন্দের রহমানেরও চেয়ার নড়বড়ে হয়ে যায়। গত জুলাইয়ে কংগ্রেস নেতা ও বিসিসিআই এর সাধারণ সম্পাদক অনুরাগ ঠাকুর এই সুন্দের রহমান সম্পর্কে বলেছিলেন, ‘কর্মচারী সিদ্ধান্ত নেওয়ার কেউ নন।’

 



মন্তব্য চালু নেই