মানিকগঞ্জ সাকুরা বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ জেলার টেপরা এলাকার বাসস্ট্যান্ডে রবিবার দুপুর সোয়া একটায় বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি আব্দুর রশিদ (৪৫) জেলার শিবালয় উপজেলার আড়পাড়া গ্রামের সফিউদ্দিনের ছেলে। পেশায় একজন ভ্যান ও রিক্সার মেকার।
ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় যে, আব্দুর রশিদ টেপড়া বাসস্ট্যান্ডের মোড়ে ভ্যান ও রিক্সা তৈরি ও মেরামতের কাজ করতেন। দুপুরের দিকে আব্দুর রশিদ তারই নিজ দোকানের সামনে দিয়ে রাস্তা পারাপার হওয়ার সময় পাটুরিয়াগামী সাকুরা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১১-৪৫৩৫) তাকে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই আব্দুর রশিদ নিহত হন।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজী আকরাম উজ্জামান জানান যে, পাটুরিয়া ফেরিঘাট থেকে বাসটিকে আটক করা হলেও চালক ও সহকারীকে ধরা সম্ভব হয়নি তারা পালিয়ে গেছে। আর লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের প্রক্রিয়া করা হচ্ছে এবং এ ঘটনায় মামলা করার কাজটিও প্রক্রিয়াধীন অবস্থায় আছে।
মন্তব্য চালু নেই