শত হলিউডি অভিনেত্রীর নগ্ন ছবি ফাঁস
সাম্প্রতিক কালের মধ্যে হলিউডের সবচেয়ে বড় ফাঁসের ঘটনা ঘটল। একসঙ্গে ১০০ জন হাইপ্রোফাইল হলিউড তারকারদের নগ্ন ছবি ফাঁস হয়ে গেছে। এই ছবি ফাঁসের মধ্যে রয়েছেন অস্কার জয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স। হলিউডে এই মুহূর্তে অন্যতম সেরা নায়িকা জেনিফার লরেন্সের ৬০টি নগ্ন ছবি ফাঁস হয়ে গেল অ্যাপেলের অনলাইন স্টোরেজ ‘আই ক্লাউড’ থেকে।’হাঙ্গার গেমস’ সিনেমায় এই অভিনেত্রীর অতি ব্যক্তিগত মুহূতের্র ছবি তোলা হয় মোবাইল ফোনের মাধ্যমে। এই সব ছবি জেনিফার রেখেছিলেন ‘আই ক্লাউড`-এ। হ্যাকাররা সেখান থেকেই জেনিফারের ছবি হ্যাক করে। এরপর সেইসব নগ্ন ছবি পোস্ট করা হয় ‘৪পযধহ’ নামের এক ওয়েবসাইটে। জেনিফারের ব্যক্তিগত সচিব স্বীকার করেছেন, নগ্ন ছবিগুলি আসল এবং হ্যাক করার পর ফাঁস হয়েছে। জেনিফারের মত আরও এক হলিউড অভিনেত্রী তাঁর নগ্ন ছবি ফাঁস হওয়ার কথা স্বীকার করেছেন। তিনি হলেন ‘ফাইনাল ডেস্টিনেশন খ্যাত’ ম্যারি ই উইনস্টিড। এক বছর আগে স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে সেইসব ছবি তিনি তুলেছিলেন বলে জানান ম্যারি। নগ্ন ছবি হ্যাক হওয়ার তালিকায় রয়েছে রিহানা, কিম কার্দাশিয়ান, কেলি ব্রুক, ক্যাট ডিলে, ভিক্টোরিয়া জাস্টিসদের মত তারকারাও। কীভাবে একসঙ্গে এতগুলো ছবি হ্যাকররা ফাঁস করে ফেলল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
মন্তব্য চালু নেই