মিঠাপুকুরে দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে আলোচনা সভা

রংপুরের মিঠাপুকুরে দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে সুশীল সমাজ ও স্থানীয় সাংবাদিকবৃন্দের সাথে মত বিনিময় ও আলোচনা সভা করেছে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি।

শুক্রবার বিকেলে মিঠাপুকুর নিপোর্ট মিলনায়তনে আয়োজিত মত বিনিময় ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোতাব্বের হোসেন টমাস।

এসময় বক্তব্য দেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য নুরুজ্জামান, মিঠাপুকুর প্রেসক্লাব সভাপতি হাসেম মন্ডল, সাধারন সম্পাদক আব্দুল হালিম, সদস্য নজরুল ইসলাম রাজু, এনজিও কর্মী রবিউল ইসলাম, ব্যাংকার এমজি আজম, রফিকুল ইসলাম দুলাল প্রমুখ।

উপস্থাপনায় ছিলেন আরডিআরএস’র উপজেলা সমন্বয়কারী ফিরোজ মিয়া। শেষে দুর্নীতি প্রতিরোধের লক্ষে বিভিন্ন বিষয়ের উপর উন্মুক্ত আলোচনা করা হয়।



মন্তব্য চালু নেই