ব্রিটিশ অভিনেত্রীকে কিনতে চেয়েছিলেন দুবাইয়ের শেখ

অর্থের বিনিময়ে এক শেখের স্ত্রী হওয়ার প্রস্তাব পেয়েছিলেন ব্রিটিশ মডেল ও অভিনেত্রী জেমা অ্যাটকিনসন। ‘দ্য বেইসলাইন’ খ্যাত এই অভিনেত্রীর ছবি দেখে তাকে এই প্রস্তাব দেন দুবাইয়ের এই ধনকুবের।

বাস্তব জীবনে কখনোই জেমাকে দেখেননি এই শেখ। অনলাইনে কেবল ছবি দেখেই বিশাল অংকের অর্থের বিনিময়ে তাকে দুবাইয়ে চলে আসার প্রস্তাব দেন এই আরব। এ ব্যাপারে জেমার ব্যক্তিগত সহকারীর সঙ্গে দেন দরবার করার চেষ্টাও করা হয় তার তরফ থেকে।

এক সাক্ষাতকারে জেমা জানান, “তিনি আমাকে তার সঙ্গে দুবাইয়ে গিয়ে থাকতে বলেছিলেন। এমনকি বিশাল অংকের অর্থও দিতে চেয়েছিলেন তিনি। আমাকে তার স্ত্রী হয়ে যেতে বলেছিলেন তিনি।”

তবে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন রিয়াল মাদ্রিদ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর সাবেক এই প্রেমিকা।

৩০ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ” আমি ভাবলাম, না এটা সম্ভবই নয়। আমি খুব ভদ্র ভাবে আমার সহকারীকে জানিয়ে দেই তাকে না বলে দেবার জন্য”।



মন্তব্য চালু নেই