সেরা দশে কক, প্লেসিস
ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচ ওডিআই সিরিজ শেষে আইসিসি ওডিআই প্লেয়ার র্যাঙ্কিংয়ে সেরা দশে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকা দলের কুইন্টন ডি কক ও ফাফ ডু প্লেসিস। উভয়েই সমান রেটিং নিয়ে (৭১৫) দশম স্থানে অবস্থান করছেন।
এই র্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়েছেন ফাফ ডু প্লেসিস আর কুইন্টন ডি কক এগিয়েছেন ১৩ ধাপ। এই সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। সিরিজ জেতাতে উভয়েরই ভালো অবদান ছিলো।
কুইন্টন ডি কক দুইটি সেঞ্চুরি সহ করেছেন ৩১৮ রান। আর ফাফ ডু প্লেসিস ১টি সেঞ্চুরি ও ৩টি হাফ সেঞ্চুরি সহ করেছেন ৩২৩ রান। অন্যদিকে, তিনটি সেঞ্চুরি সহ ৩৫৮ রান সংগ্রহ করে এই তালিকায় সেরা অবস্থান ধরে রেখেছেন প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।
আইসিসি ওডিআই প্লেয়ার র্যাঙ্কিংয়ের সেরা দশ খেলোয়াড়:
১.এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)
২.বিরাট কোহলি (ভারত)
৩.কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)
৪.তিলকারত্নে দিলশান (শ্রীলঙ্কা)
৫.হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা)
৬.মহেন্দ্র সিং ধোনি (ভারত)
৭. শিখর ধাওয়ান (ভারত)
৮.রস টেইলর (নিউজিল্যান্ড)
৯. গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)
১০.কুইন্টন ডি কক ও ফাফ ডু প্লেসিস (দক্ষিণ আফ্রিকা)
মন্তব্য চালু নেই