রবি শাস্ত্রীর সমালোচনায় সরব সঞ্জয় মাঞ্জরেকার

ওয়াংখেড়ের পিচ কিউরেটর সুধীর নায়েককে তুলোধোনা করার জন্য টিম ডিরেক্টর রবি শাস্ত্রীর তীব্র সমালোচনা করেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার। সুধীরের সমর্থনে দাঁড়িয়ে মাঞ্জরেকার সোশ্যাল মিডিয়ায় শাস্ত্রী সম্পর্কে তাঁর হতাশাও ব্যক্ত করেন। তিনি টুইট করেন, “সুধীর নায়েককে গালিগালাজ করে ঠিক করেননি শাস্ত্রী।”
ওয়াংখেড়েতে প্রোটিয়াদের বিরুদ্ধে শোচনীয় হারের পর পিচ কিউরেটর সুধীর নায়েককে গালিগালাজ করার অভিযোগ ওঠে রবি শাস্ত্রীর বিরুদ্ধে। তিনি নাকি সুধীরকে তির্যক ভাবে বলেন, “দুর্দান্ত উইকেট হয়েছে!” তার পরই গালাগালি দেন মরাঠি ভাষায়। সুধীরও শাস্ত্রীর এই আচরণে চুপ করে বসে থাকেননি। সোজা অভিযোগ জানিয়েছেন মুম্বাই ক্রিকেট সংস্থাকে।

সূত্র: আনন্দবাজার



মন্তব্য চালু নেই