যুবলীগকর্মী দিলেন ‘চড়’, ক্ষুব্ধ পুলিশ ভাঙল বাড়ি
মুন্সীগঞ্জ সদর উপজেলার এক যুবলীগকর্মী টঙ্গিবাড়ী থানার পরিদর্শককে ‘চড়-থাপ্পড়’ দেওয়ার ঘটনায় ওই কর্মী ও তার মামার বাড়িতে ভাঙচুর চালিয়েছে পুলিশ।
টঙ্গিবাড়ী থানার ওসি আলমগীর হোসেন বলেন, শনিবার দুপুরে টঙ্গিবাড়ী থানায় যশলং ইউনিয়নের একটি জমি সংক্রান্ত বিরোধের সালিশ বসে।
তিনি বলেন, বৈঠক চলাকালে উপজেলা যুবলীগের সদস্য নাহিদ খান পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানকে চড়-থাপ্পড় মারেন।”
এ ঘটনায় থানায় মামলা হয়েছে জানিয়ে ওসি বলেন, নাহিদকে ধরার জন্য অভিযান চলছে।
ঘটনাস্থলে উপস্থিত টঙ্গিবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রুবেল খান বলেন, “সালিশের একপর্যায়ে নাহিদ ও তার পাঁচ-ছয়জন সঙ্গী পুলিশের ওপর চড়াও হয়ে হাতাহাতিতে লিপ্ত হন।”
অপরদিকে অভিযানের নামে হয়রানির অভিযোগ করেছেন উপজেলা আওয়ামী লীগের যুব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান মুক্তার।
তিনি বলেন, “নাহিদ আমার ভাগ্নে হওয়ায় পুলিশ আমার বাড়িতে অভিযান চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে।”
নাহিদ খানের বাড়িতেও ভাংচুর করা হয়েছে বলে জানান কামরুল হাসান।
মন্তব্য চালু নেই