ঢাকার বাজারে অনুপম
প্রথমবারের মতো বাংলাদেশ থেকে প্রকাশ হল কলকাতার জনপ্রিয় গায়ক অনুপম রায়ের গানের একক অ্যালবাম ‘বাক্যবাগীশ’। আসছে ঈদ এবং পূজাকে সামনে রেখে অ্যালবামটি প্রকাশ করেছে জিরোনা বাংলাদেশ। একইসঙ্গে কলকাতায় অ্যালবামটি প্রকাশ করেছে জিরোনা এন্টারটেইনমেন্ট।
অ্যালবামটিতে মোট গান রয়েছে ৮টি। সবগুলোই অনুপমের রায়ের একক। বরাবরের মতো এবারও সব গানের কথা ও সুর করেছেন অনুপম রায় নিজেই। সংগীতায়োজন এবং বাজানোতে তার সঙ্গে ছিলেন ‘দ্য অনুপম রায় ব্যান্ড’-এর সদস্যরা।
গানগুলোর শিরোনাম ‘চাকা’, ‘যে সমাজে’, ‘বাবু রে’, ‘বাক্যবাগীশ’, ‘ঘরকুনো ঘাস’, ‘মাটির রঙ’, ‘দেশলাই বাক্স’ এবং ‘রাজপ্রাসাদের বন্দী’।
জিরোনা বাংলাদেশ জানিয়েছে, বিশ্বের ২৫০টি দেশের ৭৫০টি পোর্টালে গানগুলো পাওয়া যাচ্ছে বর্তমানে।
মন্তব্য চালু নেই