‘লিভ টুগেদার’ করবেন বিরাট-আনুশকা
বলিউড আর ক্রিকেট এই দুটির সম্পর্ক নতুন কিছুই নয়। কারণ ভারতের ক্রিকেট দলের অনেকের সঙ্গেই বলিউডের অনেক নায়িকার সম্পর্কের কথা আগে অনেক শোনা গিয়েছে। কিন্তু এই সময়ের আলোচিত জুটি বিরাট কোহলি আর আনুশকা শর্মাকে নিয়ে এখনও বলিউডে চলছে আলোচনা। যদিও এই জুটির সম্পর্কের কথা পুরনো হয়ে গেছে, কিন্তু নতুন করে আবারো আলোচনায় এসেছেন এই দুই তারকা।
শোনা যাচ্ছে, এবার নাকি একসঙ্গে থাকতে শুরু করেছেন এই জুটি। মুম্বাইয়ের ওরলি অ্যাপার্টমেন্টের একটি বিলাসবহুল ফ্ল্যাটে নাকি লিভ-টুগেদার করবেন এই হবু দম্পতি। বিরাট-আনুশকার একসঙ্গে থাকা নিয়ে নাকি এখন জোর জল্পনা শুরু হয়েছে বলিউডে। নাম প্রকাশে অনিচ্ছুক নায়িকার এক ঘনিষ্ঠ সূত্র এ খবরের সত্যতাও স্বীকার করে নিয়েছেন। বিয়ের আগে নিজেদের ভাল ভাবে চেনার জন্যই নাকি এই ব্যবস্থা করতে চলেছেন তারা।
মন্তব্য চালু নেই