শুরু হচ্ছে ‘অস্তিত্ব’ ছায়াছবির শেষ ভাগের শুটিং
চলতি সেপ্টেম্বর মাসে শুরু হয়েছিলো অনন্য মামুনের পরিচালনায় ‘অস্তিত্ব’ ছায়াছবির শুটিং। এই ছবির মধ্য দিয়ে প্রথমবার বড় পর্দায় জুটি বেঁধে অভিনয় করেছেন আরিফিন শুভ ও তিশা।
ছবির প্রথম ভাগের শুটিং শুরু হয় তিশাকে নিয়ে। কারণ তখন অস্ট্রেলিয়াতে ‘মৃত্যুপুরী’ ছবির শুটিংয়ে ব্যস্ত সময় পার করছিলেন নায়ক আরিফিন শুভ। সেখান থেকে ফিরে চলতি মাসের ১০ তারিখ শুটিংয়ে অংশ নেন অারিফিন শুভ। এবার শুরু হচ্ছে ছবিটির শেষ ভাগের শুটিং।
আগামী ২৭ অক্টোবর থেকে টানা শুটিং চলবে ৪ নভেম্বর পর্যন্ত। শেষ দিকের শুটিং হবে ঢাকা, বান্দরবান, রাঙামাটিসহ বেশ কিছু লোকেশনে। দৃশ্যায়ন হবে ছবির বেশ কিছু দৃশ্য ও গান নিয়ে।
অারিফিন শুভ-তিশা ছাড়াও ছবিতে আরো অভিনয় করছেন নিঝুম রুবিনা, সুচরিতা, সুজাতা, আজিম, কাবিলাসহ আরো অনেকে। গল্প লিখেছেন কার্লোস সালেহ। চিত্রনাট্য ও সংলাপ যৌথভাবে লিখেছেন কার্লোস সালেহ, অনন্য মামুন ও সোমেশ্বর অলি।
মন্তব্য চালু নেই