‘শেষ প্রহর’র শুটিংয়ে পঞ্চগড় যাচ্ছেন পিয়া

এইচ আর হাবিব পরিচালিত ‘শেষ প্রহর’ সিনেমার শুটিং শুরু হচ্ছে নভেম্বরে। বাংলাদেশ-ভারত ছিটমহলের নাগরিকদের নাগরিকত্ব আদায়ের সংগ্রাম নিয়ে নির্মিত হবে সিনেমাটি। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস পিয়া ও শিমুল খান। পুরো সিনেমার শুটিং হবে পঞ্চগড়ে। নভেম্বরের দুই তারিখে পুরো পিয়াসহ পুরো টিম ঢাকা ছাড়বে।

পিয়া জানালেন, ‘মাস তিনেক আগে সিনেমাতে নাম লিখিয়েছিলাম। প্রি-প্রোডাকশন শেষে শুটিং শুরু করছি। ছবিটির গল্প গতানুগতিক ধারার বাইরে। সিনেমায় থাকছে দুই ভাইবানের কাহিনী। উঠে আসবে তাদের জীবন সংগ্রাম। আমি বোনের চরিত্রটা করছি।’

উল্লেখ্য, ২০১১ সালে রেদওয়ান রনি পরিচালিত ‘চোরাবালি’ ছবির মধ্য দিয়ে প্রথম বড় পর্দায় অভিষেক হয় পিয়ার। এরপর মুক্তি পায় তার ‘স্টোরি অব সামারা’। মুক্তির মিছিলে আছে ‘গ্যাংস্টার রিটার্নস’। ৪ ডিসেম্বর ছবিটি মুক্তি পাবে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন অপুর্ব।



মন্তব্য চালু নেই