টাঙ্গাইলে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

টাঙ্গাইলের মধুপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। হতাহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী বলে জানা গেছে।

আজ রবিবার সকাল সোয়া ৭টার দিকে উপজেলার গাঙ্গাইরে ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মধুপুরের দেউলাবাড়ী গ্রামের আবদুল খালেক (৩২), বেকারকোনা গ্রামের জনি (২০) ও টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার খিলগাতি গ্রামের আবদুল মালেক (৬০)। আহতদের মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



মন্তব্য চালু নেই