রানিকে সরিয়ে শ্রুতি

চোপড়া পরিবারে এখন চলছে আনন্দের জোয়ার। কারণ কিছুদিন পরই যে আসছে নতুন অতিথি। সেই সুখবর আসবে রানি মুখার্জির কাছ থেকেই। সন্তানসম্ভবা রানিকে শেষ বারের মতো দেখা গিয়েছিল ‘মার্দানি’ ছবিতে। এরপর আর কোন ছবিতে দেখা যায়নি তাকে।

সম্প্রতি জানা গেছে, ‘ওয়েলকাম ব্যাক’ ছবির জন্য নাকি রানিকে প্রস্তাব করা হয়েছিল। কিন্তু সন্তানসম্ভবা হয়ে পড়ায় তিনি ছবিটি করতে রাজি হননি। তার জায়গায় শ্রুতি হাসান সেই ছবিতে অভিনয় করেন। রানি না রাজি হওয়ায় শ্রুতি একটা বড় ব্রেক পেয়েছেন বলেই মনে করছেন বলিউডের একাংশ।

আপাতত অপেক্ষা আগামী জানুয়ারির। সব কিছু ঠিক থাকলে সে সময়েই সন্তানের জন্ম দেবেন রানি। তার পর কবে ফের অভিনয়ে ফিরবেন তা নিয়ে অবশ্য এখনও কিছুই জানাননি চোপড়া ঘরনী।



মন্তব্য চালু নেই