পূজো নিয়ে জিৎ এর যত ভাবনা!

বিনোদন আকাশের তারা হয়ে উঠলে ভক্তদের অফুরান ভালোবাসা আর জনপ্রিয়তা যেমন পাওয়া যায়, তেমনি অনেকটাই পাল্টে যায় জীবন। পূজা তাই আগের মতো রঙিন নয় টালিগঞ্জের মহারথী জিৎ এর কাছে।

পশ্চিমবঙ্গের দৈনিক আজকালকে পূজার পরিকল্পনা জানিয়েছেন তিন তারকা।

জিৎ বললেন তারকা হওয়ার পর পূজার রং অনেকটাই ফিকে হয়ে এসেছে, তবে পরিবারের সঙ্গে সময় কাটাতে ভোলেন না আর এবারও ভুলবেন না।

“পুজার কয়েকদিন আগেই রকে বসে বন্ধু- বান্ধবদের সঙ্গে পূজার প্ল্যান নিয়ে তর্ক-বিতর্ক। তারপর পঞ্চমীর দিন থেকেই সবাই মিলে হল্লা করতে করতে পূজা দেখে বেড়ানো। আমাদের তালিকা থেকে বাদ যেতো না কোনো পূজাই। সে উত্তরের পূজাই হোক বা দক্ষিণের। আর তার সঙ্গে চলতো চাঁদা তুলে খাওয়াদাওয়া। তখন তো রেস্টুরেন্টের প্রশ্নই উঠতো না।

খাওয়াদাওয়া বলতে ফুচকা, ঘুগনি, মোগলাই পরোটা বা এগরোল। এখন জীবনটা পাল্টে গেছে। তাই পূজায় ইচ্ছে থাকলেও বন্ধুদের সঙ্গে বেরোতে পারি না। এমনিতেই সারা বছরটাই কাটে শুটিং আর ব্যবসার ব্যস্ততায়। তাই পূজার এই কয়েকটা দিন তুলে রাখি পরিবারের জন্য। এবারেও তার ব্যতিক্রম হবে না। সপরিবারে চলে যাব কলকাতার বাইরে। কিন্তু কোথায় যাবো তা বলছি না।



মন্তব্য চালু নেই