ভক্তদের বাজে মন্তব্যে ক্ষুব্ধ, ব্যথিত লিটন

হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজ থেকে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার লিটন দাস। কিন্তু সেই পোস্টে কিছু মানুষের আক্রমণাত্মক মন্তব্যে ক্ষুব্ধ ও ব্যথিত হয়েছেন লিটন।

নিরুপায় হয়ে উগ্র ভক্তদেরকে তার পেজের কোন পোস্টে মন্তব্য না করার কথা লিখেছেন লিটন,

দুঃখজনক হলে ও সত্যি যে আমদের বাংলাদেশ এ জনসংখ্যা প্রায় ১৭ কোটি হলেও মনুষ্যত্ব ১৭ হাজার মানুষ এরও নাই। আমি সেই সব মানুষদের বলছি যাদের সকালে ঘুম থেকে ওঠার উদ্দেশ্য থাকে মানুষকে বাজে মন্তব্য করা! গত কালের ১টি পোস্ট ছিল যেখানে সকল কে পুজার শুভেচ্ছা জানিয়েছিলাম,কিন্তু আপনাদের কিছু কিছু মন্তব্য সত্যি অনেক বেদনাদায়ক। আমার সব থেকে বড় পরিচয় আমি একজন বাংলাদেশী,এখানে ধর্ম আমাদের বিভেদ করতে পারে না। যারা এখনও এই সব বিষয়ে বাড়াবাড়ি করেন আমি তাদের বলছি, দয়া করে আমার কোন পোস্ট এ মন্তব্য করবেন না।

12115994_950112585077451_4059002342268167621_n



মন্তব্য চালু নেই