হেলপারকে পিটিয়ে হত্যা করল যাত্রী
ভাড়া নিয়ে দ্বন্দ্বে যাত্রীর লাঠির আঘাতে আশরাফ নামের এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আহত হয়েছে আরো ৩ জন। তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।
রোববার রাত সাড়ে ৭ টার দিকে রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়দরগা পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
নিহত হেলপারের নাম আশরাফ। তিনি বিআরটিসি বাসে কর্মরত ছিলেন। আহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ফরিদ জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী যাত্রীবাহী একটি বিআরটিসি বাস মিঠাপুকুরের শঠিবাড়ি পেট্রোল পাম্পের সামনে গেলে বাসের ছাদে থাকা মনোয়ার নামের এক যাত্রীর সাথে ভাড়া নিয়ে কথাকাটাকাটি হয় হেলপার আশরাফের। এক পর্যায়ে উত্তেজিত যাত্রীরা গাড়িতে থাকা লাঠি দিয়ে আশরাফকে এলোপাতাড়ি পেটাতে থাকে। এতে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে হেলপার আশরাফ।
এ ঘটনায় মনোয়ার নামের এক যাত্রীকে আটক করা হয়েছে।
মন্তব্য চালু নেই