কক্সবাজারে দু’পক্ষের গোলাগুলি: নিহত ২
কক্সবাজার শহরের বাদশাঘোনা এলাকায় সন্ত্রাসীদের দুইপক্ষের সংঘর্ষে গোলাগুলির ঘটনায় অন্তত দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
নিহতরা হলেন নুরুল আলম (৪৫) ও কালু ওরফে বার্মাইয়া কালু (৩৭)। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড কার্তুজ পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ।
সূত্র: সময় টিভি, ইত্তেফাক
মন্তব্য চালু নেই