রাজন হত্যাকেও হার মানালো এ বর্বরতা (ভিডিও)
চুরির অভিযোগে রাম সিং নামে এক শ্রমিককে হাত-পা বেঁধে ঝুলিয়ে মারধর করে হত্যা করা হয়েছে। এ ঘটনাটি ঘটেছে ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরে। আর সেই নৃশংস ঘটনাটি ভিডিও করে সোশাল নেটওয়ার্কিং সাইটে ছড়িয়ে দেয়া হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, চেইন দিয়ে রাম সিংয়ের হাত-পা বেঁধে ঝোলানো হয়েছে। কারখানা মালিক ও তার কয়েকজন সহকর্মী লোহার রড দিয়ে রামকে মারধর করছে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করছে। যন্ত্রণায় কাতরাতে থাকলেও মেলেনি মুক্তি। নৃশংস অত্যাচারের জেরে ধীরে ধীরে নিস্তেজ হয়ে যান রাম। এরপর মৃত্যু হয় তার।
পুলিশ জানিয়েছে, রাম সিং বিহারের বাসিন্দা। অমৃতসরের একটি কারখানায় কাজ করতেন। স্ত্রীর সঙ্গে অমৃতসরেই থাকতেন তিনি।
রাম সিংয়ের স্ত্রী রজ্জি জানিয়েছেন, সম্প্রতি তার স্বামীর বিরুদ্ধে চুরির অভিযোগ করেছিলেন কারখানার মালিক জসপ্রিত সিং। গত বৃহস্পতিবার সকালে রামকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় জসপ্রিত ও তার কর্মীরা।
পরদিন সকালে তার দেহ উদ্ধার হয়। দেহে অজস্র ক্ষত মেলে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। তাদের খোঁজ চলছে।
উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশেও শিশু রাজন, রাকিবের উপর এ বর্বরতা দেখেছে বিশ্ববাসী।
ভিডিও:
https://youtu.be/RUU4bEZrPds
মন্তব্য চালু নেই