একটি সুন্দর সকাল ও তারা দু’জন…
সাকিব আল হাসানের ভালোবাসায় প্রতি মুহুর্তেই যেন মোহিত হচ্ছে স্ত্রী উম্মে আহমেদ শিশির। অন্যদিকে, সন্তানসম্ভবা শিশিরকে সময় দিতে এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিবও।
যুক্তরাষ্ট্রে এখন শরৎকাল। সকাল সকাল হাটতে তাই বেড়িয়ে পড়েন দুজনেই। সেটাও জানিয়ে দিলেন ভক্তদেরকে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের একাউন্টে এসব কথা জানিয়েছেন। সঙ্গে ছবি দিতেও ভোলেননি।
তবে সুখের সময় শেষ হয়ে আসছে শিশিরের। কারণ, বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) আগে জিম্বাবুয়ে সফরের জন্য দেশে ফিরতে হবে সাকিবকে। এর আগে অস্ট্রেলিয়া দল বাংলাদেশে তাদের সফর স্থগিত করলে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে যায় সাকিব।
মন্তব্য চালু নেই