রাবি স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্কুলের আয়োজনে বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের উপাধ্যক্ষ মো. শফিউল আলম । স্কুলের অধ্যক্ষ প্রফেসর মোহা. আলী আহসানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান ও স্কুল পরিচালনা পরিষদের সভাপতি এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর মো. আনসার উদ্দীন।

অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের ‘উপাচার্য পুরস্কার’ ও ‘মেধা পুরস্কার’ প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উপস্থাপনা করেন, স্কুলের শিক্ষক ডালিয়া রহমান, ড. ফজলুল হক তুহিন ও মো. বাদশা আলম।



মন্তব্য চালু নেই