ভোলায় বিশ্ব দৃষ্টি দিবস পালন
‘সবার জন্য চক্ষু সেবা’ এই শ্লোগানকে সামনে রেখে ভোলায় দৃষ্টি দিবস পালন করা হয়েছে। নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতালের আয়োজনে শনিবার দুপুরে শহরে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় একই স্থানে এসে শেষ হয়।
র্যালীতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।
র্যালী শেষে নিজাম-হাসিনা ফাউন্ডেশনের নির্মানাধীন ইসলামিক কমপ্লেক্স অডিটেরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় হাসপাতালটিতে অপারেশন করে দৃষ্টি ফিরে পাওয়া রোগীদেরকে সংবর্ধনা প্রদান করে করে নিজাম-হাসিনা ফাউন্ডেশন।
নিজাম হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পরিষদ প্রশাসক আ. মমিন টুলু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ রুহুল আমিন জাহাঙ্গীর, প্রেসক্লাব সেক্রেটারী সামস্উল আলম মিঠু প্রমুখ।
উল্লেখ্য, হাসপাতালটি ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়ে বিনামূল্যে প্রায় ১৫ হাজার দৃষ্টিহীন রোগীকে সফল অপারেশন, প্রায় ৮০ হাজার হাজার চক্ষু চিকিৎসা ও ৫১ হাজার রোগীকে সাধারন চিকিৎসা দেয়া হয়েছে।
মন্তব্য চালু নেই