সাতক্ষীরায় ‘গ্রামীণ দারিদ্র্য বিমোচন ও সামাজিক সুরক্ষায় কৃষি’ শীর্ষক গোল টেবিল আলোচনা
সাতক্ষীরায় ‘গ্রামীণ দারিদ্র্য বিমোচন ও সামাজিক সুরক্ষায় কৃষি’ শীর্ষক এক গোল টেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ডিজিটাল কর্নারে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে অক্সফামের সহযোগিতাায় বেসরকারি সংস্থা প্রগতি এ আলোচনার আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন- সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, অধ্যক্ষ আশেক-ই-ইলাহী,মিজানুর রহমান প্রমুখ।
এতে ধারণাপত্র উপস্থাপন করেন- স্থানীয় দৈনিক দক্ষিণের মশাল’র ভারপ্রাপ্ত সম্পাদক হাফিজুর রহমান মাসুম।
বক্তারা বলেন, গ্রামীণ দারিদ্র্য বিমোচনে পারিবারিক কৃষির উপর গুরুত্ব দিতে হবে। কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মাটির স্বাস্থ্য সুরক্ষায় সচেতন হতে হবে। মাটির স্বাস্থ্য সুরক্ষিত না হলে কৃষি উৎপাদনে ধস নামবে। যা প্রত্যাশিত নয়।
তারা বলেন, সাতক্ষীরায় প্রতিবছর ২ লক্ষ টন খাদ্যদ্রব্য উদ্বৃত্ত থাকছে। কিন্তু তারপরও খাদ্য নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না। এর কারণ খাদ্যদ্রব্য উৎপাদনে কীটনাশক ও বিষাক্ত রাসায়নিক দ্রব্যের ব্যবহার কমেনি, বরং বাড়ছে। এজন্য বিষমুক্ত সবজি ও ফল উৎপাদন এবং বাজারজাতকরণে সকলকে উদ্বুদ্ধ করতে হবে।
মন্তব্য চালু নেই