চট্টগ্রামে বিশেষ অভিযানে আটক ১০৪
চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১০৪ জনকে আটক করেছেন পুলিশ। শুক্রবার রাতভর অভিযান চালিয়ে থাদের আটক করা হয়।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাসান আওয়ার নিউজকে জানান, শুক্রবার রাতভর চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে দুইটি কাটা রাইফেল, একটি শাটার গান, ৬ রাউন্ড গুলি, ৯টি ছোরা, ৬৫০ পিস ইয়াবা, ৩৫৯ লিটার চোলাই মদ উদ্ধার এবং নিয়মিত মামলা ও জামায়াত-শিবির কর্মী এবং ডাকাত মিলিয়ে মোট ১০৪ জনকে আটক করা হয়েছে।
মন্তব্য চালু নেই