‘ডন ৩’ ছবিতে প্রিয়াঙ্কাকে সরিয়ে নতুন চমক
কিছুদিন আগেই শোনা গিয়েছিল ‘ডন ৩’ ছবিতে দেখা যাবে না প্রিয়াঙ্কা চোপড়াকে। কারণ প্রিয়াঙ্কা এখন ব্যস্ত রয়েছেন হলিউডের ধারাবাহিক সিরিয়াল ‘কোয়ান্টিকো’ নিয়ে। কিন্তু প্রযোজক এবং পরিচালক বলেছিলেন যে এবার ডন এর সিক্যুয়েলের তৃতীয় কিস্তিতে প্রিয়াঙ্কা না থাকলেও নতুন কোন চমক থাকবে।
আর সেই নতুন চমক হচ্ছে প্রিয়াঙ্কাকে সরিয়ে এবারের ‘রোমা’র চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। কারণ খুব শিগগিরই ডন ৩ এর কাজ শুরু করতে চায় ফারহান আকতার। আর যেহেতু প্রিয়াঙ্কা থাকতে পারছেন না তাই এই চরিত্রের জন্য ঠিক করা হয়েছে ক্যাটকেই।
শোনা যাচ্ছে, ফারহান না কি এবারের ছবির চিত্রনাট্য তৈরি করেছেন আরও জোরদার করে। সেই চিত্রনাট্য এক অন্য চেহারার রোমা দাবি করে। তাই বদলে যাচ্ছে রোমা। সব ঠিক থাকলে ক্যাটরিনাই হবেন সেই নতুন রোমা।
সে সব বিতর্ক থাক। আপাতত জানিয়ে রাখা যায় একটাই কথা। শুধু রোমাই নয়, ডনকেও বদলে ফেলার কথা এর আগে বলেছিলেন ফারহান। জানা গিয়েছিল, হৃতিক রোশন হলেও হতে পারেন নতুন ডন।
শেষ পর্যন্ত কী হতে পারে, সেটা জানা যাবে ছবির কাজ শুরু হলেই।
মন্তব্য চালু নেই