বাড়িওয়ালা গাঙ্গুলি, ভাড়াটিয়া শাহরুখ খান!

তবে কি শেষ পর্যন্ত শাহরুখ খানের বাড়িওয়ালা বনে গেলেন সৌরভ গাঙ্গুলি? আক্ষরিক অর্থে অবশ্যই নয়! ক্রিকেট এসোসিয়েশন অফ বেঙ্গল(সিএসবি) এর নতুন প্রেসিডেন্ট হয়েছেন সৌরভ গাঙ্গুলি। সেই হিসেবে কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব এখন তার হাতে।

অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের মালিক হিসেবে আইপিএল চলাকালে ইডেনের অধিকার কিছুটা চলে যায় শাহরুখের কাছেও। তাইতো কলকাতার আনন্দবাজার প্রত্রিকা থেকে সৌরভকে বলা হলো, ‘আপনি তো এখন ইডেনের বাড়িওয়ালা। শাহরুখ খান আইপিএলের সময় আপনার ভাড়াটিয়া। ইন্টারেস্টিং না? জবাবে সৌরভ অবশ্য প্রতিবাদই করেছেন, একই সাথে প্রকাশ করেছেন শাহরুখের প্রতি তার মুগ্ধতা, ‘এ ভাবে বলছেন কেন? শাহরুখও বা়ড়িওয়ালা। আমি ওকে খুব পছন্দ করি। ইয়েস, আই অ্যাম ভেরি ফন্ড অফ শাহরুখ খান।’



মন্তব্য চালু নেই