ভোলায় বিশ্ব খাদ্য দিবস ও জাতীয় ইঁদুর নিধন অভিযান কর্মসূচি পালিত
ভোলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব খাদ্য দিবস ও জাতীয় ইঁদুর নিধন অভিযান কর্মসূচি পালিত হয়েছে।শুক্রবার (১৬ অক্টোবর) জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র্যা লি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।পরে জেলা প্রশাসক কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভোলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক প্রশান্ত কুমার সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন-জেলা প্রশাসক মো. সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রাশাসক সুব্রত কুমার সিকদার, মাহামুদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে জেলা, উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই