মিঠাপুকুরে আর্ন্তজাতিক দূর্যোগ প্রশমন দিবস পালন

রংপুরের মিঠাপুকুরে আর্ন্তজাতিক দূর্যোগ প্রশমন দিবস পালন করেছে উপজেলা প্রশাসন। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার র‌্যালী, আলোচনা সভা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহড়া ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সকালে একটি বর্ণাঢ্য র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মিঠাপুকুর মহাবিদ্যালয়ে গিয়ে শেষ হয়।

সেখানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন ও ত্রাণ দপ্তরের সহযোগীতায় আলোচনা সভায় উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ সালাহ্উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কমিশনার (ভুমি) মামুন-অর-রশীদ ও অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর।

এসময় বক্তব্য দেন মিঠাপুকুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নজরুল ইসলাম চাঁদ, মিঠাপুকুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শাহ্ হাবিব-ই-আযম, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা দিপক কুমার পাল, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন ও ত্রাণ মোশফিকুর রহমান, মিঠাপুকুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সেপেক্টর জাহাঙ্গীর আলম প্রমুখ।

আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দূর্যোগকালীন সময়ে উদ্ধার তৎপরতায় মহড়া প্রদর্শিত হয়।



মন্তব্য চালু নেই