আমরণ অনশনের ডাক মেডিক্যাল ভর্তিচ্ছুদের

এবার দাবি আদায়ে আমরণ অনশনের ডাক দিয়েছে মেডিক্যাল ও ডেন্টাল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। বুধবার সকাল ১০টা থেকে এ কর্মসূচি পালন করবেন তারা।

মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা।

আন্দোলনের মুখপাত্র খালিদ সাইফুল্লাহ বলেন, ‘বুধবার সকাল ১০টা থেকে আমাদের এ কর্মসূচি পালিত হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে আমাদের অনশন।’

এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।



মন্তব্য চালু নেই