‘ক্রিকেট আমার জীবনকে ছকে রেখেছিলো’
এবার আত্মজীবনী লিখলেন সাবেক ইংলিশ ক্রিকেটার অ্যান্ড্রু ফ্লিনটফ। বইতে তুলে এনেছেন ক্রিকেট ও ক্রিকেটের বাইরের বিভিন্ন কথা। তবে হ্যাঁ, বিতর্কিত করেননি কাউকে; বইতে নেই কারো প্রতি তার আক্রমণ।
ফ্লিনটফের ‘সেকেন্ড ইনিংস, মাই স্পোর্টিং লাইফ’ নিয়ে ডেইলি মেইলের প্রকাশিত প্রতিবেদনে এমন কিছুই উঠে এসেছে।
নিজের ক্রিকেট দর্শন নিয়ে লিখেছেন, ‘আমি ক্রিকেট ভালোবাসি। কিন্তু ওটার কথা ভেবে প্রতিদিন রোমাঞ্চিত হই না। নিজেকে নিয়ে আমার যতটুকু প্রত্যাশা ছিলো, আমি সেটা ছাড়িয়ে গেছি। আমি ক্রিকেটারদের কিংবদন্তিদের একজন নই, কিন্তু আমি কখনো সেরকম কেউ হবো সেটাও ভাবিনি।‘
তিনি আরো লিখেছেন, ‘ক্রিকেট আমার জীবনকে একটা ছকে রেখেছিলো। ওটা ছাড়া জীবনকে লক্ষ্যহীন মনে হচ্ছিলো।’
স্লেজিং নিয়েও লিখেছেন তিনি। তার মতে, স্লেজিং এর কথা মনে হলে এখনো বিব্রত লাগে নিজের কাছে। কিছু কিছু স্লেজিংয়ের ঘটনা তাকে পীড়া দেয়।
সূত্র: ডেইলি মেইল
মন্তব্য চালু নেই