মেসি যখন আসামী!

শেষ পর্যন্ত কাঠগড়ায় উঠতেই হচ্ছে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে। কর ফাঁকির অভিযোগ উঠেছে মেসি এবং তার বাবা জর্জের বিরুদ্ধে। আদালতে আবেদন করা হয়েছিল, শুধু মেসির বাবার বিরুদ্ধেই মামলা হোক।

মেসিকে ছাড় দেওয়া হোক – এই দাবি তুলে আদালতে আবেদনও করা হয়েছিল। কিন্তু, আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছে। মেসিকে কবে আদালতে হাজিরা দিতে হবে, তার দিন এখনও স্থির হয়নি। মেসি যেখানে থাকেন, সেই ভিলানোভার আদালতেই মামলা হবে।

বিচারপতি তার রায়ে সাফ জানিয়ে দেন, ‘পরিষ্কার বোঝা যাচ্ছে, দুই অভিযুক্তই অ‌পরাধ করেছেন।’ স্প্যানিশ ক্লাব বার্সেলোনা, এই পরিস্থিতিতে আরও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, তারা মেসির পরিবারের পাশেই থাকছে।

ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্লাব সবরকম ভাবে মেসি ও তার পরিবারের পাশে আছে। আইনি, আর্থিক, প্রশাসনিক, যাবতীয় সাহায্য করা হবে মেসিদের।’

সূত্র: বিবিসি



মন্তব্য চালু নেই