আলিয়ার গোপন তথ্য ফাঁস করলেন শহীদ
আলিয়া ভাট আর সিদ্ধার্থ মালহোত্রার মধ্যে কী চলছে তাই নিয়ে বেশ অনেকদিন ধরেই চলছে বহু জল্পনা কল্পনা। কিন্তু আলিয়া আর সিদ্ধার্থ দুজনেই চুপ থেকেছেন এই বিষয়ে। কিন্তু এইবার আলিয়ার ‘শানদার‘ ছবির সহ অভিনেতা শহীদ কাপুর এমন তথ্য দিয়েছেন যার থেকে আন্দাজ করা যায় আলিয়া আর সিডের মধ্যে অবশ্যই কিছু একটা চলছে।
আলিয়া আর শহীদের ‘শানদার‘ মুক্তি পাবে ২২ অক্টোবর। আর তাই দুজনেই এই ছবির প্রচার নিয়ে খুব ব্যস্ত। এইরকমই একটা প্রচার অনুষ্ঠানে গিয়ে শহীদ সবার সামনে জানালেন যে আলিয়ার ফোন নাকি সব সময় ব্যস্ত থাকে। সঙ্গে সঙ্গে উপস্থিত সবাই জানতে চান আলিয়া কার সঙ্গে ফোনে ব্যস্ত থাকেন। উত্তরে শহীদ জানিয়েছেন ‘আলিয়া সব সময় সিডের এর সঙ্গে ব্যস্ত থাকেন ফোনে’।
শহীদের উত্তর শুনে আলিয়া প্রথমে একটু ঘাবড়ে গেলেও পরে হেসে নিজেকে সামলে নেন।
মন্তব্য চালু নেই