“আবাদী জমি কমলেও কেউ না খেয়ে নেই”

পাবনা-৩ আসনের সংসদ সদস্য ও কৃষি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন বলেছেন, কৃষক হলো এদেশের লক্ষ। শেখ হাসিনার সরকার কৃষকের পাশে আছে, তাই প্রশিক্ষণ নিয়ে কৃষক জ্ঞান অর্জন করে তা বাস্তবায়ন করছেন, তাতে খাদ্য উৎপাদন বাড়ছে, দেশ এগিয়ে যাচ্ছে।

শুধু কৃষি ক্ষেত্রে নয় শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, উন্নয়ন, তথ্য প্রযুক্তিসহ সকল ক্ষেত্রে বিগত ৪০ বছরের তুলনায় বেশী উন্নয়ন হয়েছে।

গত সোমবার দুপুরে উপজেলার মস্তালীপুর গ্রামে সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেট (আইএফএমসি), এলজিইপি প্রকল্পের আওতায় খরিপ-২/২০১৫-১৬ মৌসুমে বাস্তবায়িত কৃষক মাঠস্কুলের মাঠদিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন তিনি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভূতি ভূষণ সরকারের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাটমোহরের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল করিম খান আরোজ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত সরকার, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, সহ-সভাপতি ইশারত আলী, দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব এলাহী বিশু, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নাজিমুদ্দিন মিয়া, পাবনা সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লোকমান হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রওশন আলম, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রোকেয়া আজাদ, মথুরাপুর ইউপি চেয়ারম্যান সরদার আজিজুল হক, হরিপুর ইউপি চেয়ারম্যান মকবুল হোসেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই