উখিয়ায় যৌতুক ও বাল্য বিয়ে প্রতিরোধ করার আহ্বান
কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা প্রধানদের সাথে মতবিনিময় কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন বলেন, বর্তমান সরকার যৌতুক ও বাল্য বিয়ে প্রতিরোধে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। তাই সরকারের গৃহীত এ পদক্ষেপ বাস্তবায়ন করতে ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
রাজাপালং ইউনিয়নের আমিনপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক মাও: মুহাম্মদ নুরুল হকের প্রস্তাবের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন, যে সমস্ত ইবতেদায়ী মাদরাসা এখনো পর্যন্ত উপবৃত্তি ও বিস্কিট প্রকল্প থেকে বঞ্চিত রয়েছে, তাদেরকেও ক্রমান্বয়ে এ প্রকল্পের আওতায় আনা হবে।
সোমবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রাইহানুল ইসলাম মিঞা, প্রাথমিক শিক্ষা অফিসার শামীম ভুঞা, ডেইলপাড়া ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক হারুনুর রশিদ খোন্দকার, ফারিরবিল ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক রমজান আলী মাহমুদ, পূর্ব দরগাহ বিল ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক ছৈয়দ আকবর এম,ইউপি।
সভাপতির বক্তব্যে ইউএনও গ্রামীণ জনপদে শিক্ষার গুণগত মান উন্নয়নের মাধ্যমে পড়ালেখায় আগ্রহী হওয়ার জন্য ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের আরো সক্রিয় হওয়ার আহ্বান জানান।
মন্তব্য চালু নেই