উল্লাপাড়ায় ট্রেনের ছাদ থেকে পড়ে যুবক নিহত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনের ছাদ থেকে পড়ে সেলিম রেজা (৩১) নামে এক যুবক নিহত হয়েছে। তার বাড়ি উল্লাপাড়া উপজেলার নরসুন্দা গ্রামে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার সকালে রাজশাহী ষ্টেশন থেকে সিল্কসিটি ট্রেন ঢাকা যাচ্ছিলো। ট্রেনটি সকাল পৌনে ১০টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঘাটিনা ব্রীজ এলাকায় পৌছলে ট্রেনের ছাদে থাকা সেলিম রেজা ব্রীজের গাডারের সাথে ধাক্কা লেগে নিচে পড়ে নিহত হয়।
সিরাজগঞ্জ রেলওয়ে থানার (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য চালু নেই