নগ্ন শরীরে এ কেমন মেকআপ!

আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে জনপ্রিয় নাম হেইডি কাম। কিন্তু সম্প্রতি একটি ভিডিও ইন্সটাগ্রামে পোস্ট করে চমকে দিয়েছেন সকলকে। নগ্ন শরীরে প্রলেপ লাগাচ্ছেন তিনি। তবে কি এটা নতুন কোন মেকআপ? নাকি ত্বকের যত্নে নতুন চিকিৎসা?

এসব কিছুই নয়- হলোইন নাইট উপলক্ষ্যে বিশেষ পোশাক বানাচ্ছেন তিনি। আর তাই নগ্ন শরীর মাখানো হচ্ছে প্লাস্টার অব প্যারিস। তার শরীরের মাপেই তৈরি হবে এবারের হলোউন নাইটের বিশেষ পোশাক।

প্রতিবছর এই দিনটি নিয়ে আগ্রহের কমতি নেই সুপার মডেলের। গতবছর এই রাতে তিনি সেজেছিলেন বিকটাকার প্রজাপতি। এবার তিনি কি সাজবেন, তা দেখা যাবে বিশেষ ওই রাতে।



মন্তব্য চালু নেই