ফিরে এলো প্রেম…

দীর্ঘ ১৬ বছর পর সুরজ বারজাত্যের ছবিতে ফিরলেন সুপারস্টার অভিনেতা সালমান খান। বহু প্রতীক্ষার পর অবশেষে ইউটিউবে সম্প্রতি মুক্তিও পেয়েছে ছবি ‘প্রেম রতন ধন পায়ো’র ট্রেলার। যেখানে ‘প্রেম’ হয়েই ফিরে এলেন সালমান খান!

১ অক্টোবর ট্রেলারটি ইউটিউবে মুক্তির পর থেকে ইতিমধ্যে অন্তত ৪৭ লাখবার দেখাও হয়ে গেছে। সুরজ বারজাত্য’র নির্মাণে ‘প্রেম রতন ধন পায়ো’ ছবিটি আসছে নভেম্বরের ১২ তারিখে মুক্তি পাওয়ার কথা। ছবিটিতে সালমানকে দ্বিতীয়বারের মত সোনম কাপুরের সাথে অভিনয় করতে দেখা যাবে। এরআগে ‘সাওয়ারিয়া’ নামের একটি ছবিতে বিশেষ চরিত্রে সোনম কাপুরের বিপরীতে দেখা গিয়েছিল সালমান খানকে।

ট্রেলারে ‘প্রেম রতন ধন পায়ো’:



মন্তব্য চালু নেই