চাটমোহর বাইপাস সড়কে মোটর সাইকেল দূর্ঘটনায় হতাহত ২

পাবনার চাটমোহর বাইপাস সড়কের উথুলী এলাকায় গত শনিবার মোটর সাইকেল দূর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর একজন। নিহত ব্যক্তি হলেন প্রাণ কোম্পানীর প্লান্ট সহকারী নাটোরের গুরুদাসপুর উপজেলার চাচকৈড় মহল্লার ইমদাদুল হকের ছেলে মাসুদ জামান (৩৫)।

এ ঘটনায় আহত হয়েছেন নাটোরের কেশবপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আলামিন (৪০)। জানা গেছে, শনিবার দুপুর ১টার দিকে নিহত মাসুদ ও আহত আলামিন মোটর সাইকেল যোগে বাইপাস সড়ক দিয়ে চাটমোহর নতুন বাজার অভিমুখে আসছিলেন, এ সময় উথুলী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটো টেম্পুকে সাইড দিতে গিয়ে মোটর সাইকেলটি দূর্ঘটনায় পতিত হয়।

এতে আরোহী দু’জন আগত হন। আহতদের প্রথমে চাটমোহর ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে মাসুদ জামান মারা যান।



মন্তব্য চালু নেই