আরজে প্রত্যয়ের মৃত্যুর পর এবার ফেসবুক চ্যাট প্রকাশ করলেন অভিনেত্রী প্রসূন
প্রত্যায়ের লাশ পাবার ১২ ঘণ্টার মধ্যেই অভিনেত্রী শবনম ফারিয়া প্রয়াত প্রত্যয়ের সঙ্গে ফেসবুক চ্যাটিংয়ের কিছু কথা স্ক্রীন শট দিয়ে প্রকাশ করেছিলেন। ধারণা করা হচ্ছে এটিই ছিলো প্রত্যয়ের সর্বশেষ ফেসবুক চ্যাটিং। তবে ফারিয়া ফেসবুক চ্যাটিংয়ের যে অংশটি ফেসবুকে শেয়ার করেছেন সে অংশ থেকে নিজের কথাগুলো মুছে দিয়েছিলেন।
আর আজ কিছুক্ষণ আগে আরেক অভিনেত্রী প্রসূন আজাদ তার ফেসবুকে প্রত্যয়ের সঙ্গে তার চ্যাটিংয়ের স্ক্রীন শট প্রকাশ করেছেন। যদিও চ্যাটিংয়ে তারিখ অনেক আগের। আর প্রসূন স্ক্রীন শটের উপরে লিখেছেন, ‘আমি আর চ্যাটবক্স চেক করবো না’।
পাঠকের জন্য অভিনেত্রী প্রসূন এবং প্রত্যয়ের ফেসবুক চ্যাটিং এর স্ক্রীন শট প্রকাশ করা হলো।
এবিসি রেডিওর আরজে প্রত্যয়ের মৃতদেহ গতকাল সকালে মিরপুরের রূপনগর আবাসিক এলাকার রোড ২/১ এর ৩/১ নং বাসার ৪ তলা থেকে উদ্ধার করে রুপনগর থানা পুলিশ। মিডিয়া পাড়ায় এ নিয়ে শোক ও একই সঙ্গে অনেক জল্পনা কল্পনাও চলছে। এই আরজের মৃত্যু নিয়ে ক্রমশ রহস্য বাড়ছেই।
মন্তব্য চালু নেই