অল্পের জন্য প্রাণে বাঁচলেন রোনালদিনহো!
অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রোনালদিনহো। মায়ের জন্মদিনে যোগ দিতে যাওয়ার সময় মারাত্মক গাড়ি দুর্ঘটনায় পড়েন তিনি। সাথে তার ভাইও ছিলেন। তবে বেঁচে যান ৩৫ বছর বয়সী এই সাবেক ফুটবলার।
দু’বারের ‘ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অফ দ্য ইয়ার’ পুরস্কার বিজয়ী এই ফুটবলারের গাড়িটি ব্যাপক ক্ষতি হলেও কেউ আহত হয়নি বলে জানা গিয়েছে৷ রোনালদিনহোর ভাই রবার্তো ডি অ্যাসিস জানিয়েছেন, ‘ভাগ্যক্রমে কেউ আহত হয়নি৷ এটা স্বস্তির খবর৷’
চীনা সংবাদ সংস্থা জিনহুয়া জানিয়েছে, ব্রাজিলের হয়ে ২০০২ সালের বিশ্বকাপ জয় করা ৩৫ বছর বয়সী এই তারকা পোর্তো অ্যালেগ্রেতে নিজের মায়ের জন্মদিন পালন করতে ছুটছিলেন। সোশ্যাল মিডিয়াতে এর পরই প্রকাশিত হয় রোনালদিনহোর ভেঙে যাওয়া গাড়ির ছবি। আর সবচেয়ে, হাস্যকর ব্যাপার হল এর মধ্যেও তাকে সমর্থকদের আবদার মেটাতে সেলফি তুলতে হয়।
সুত্রঃ এনডিটিভি/জিনহুয়া
মন্তব্য চালু নেই