ভোলায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ মাছ ধরার অপরাধে ১২ জেলের কারাদন্ড
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ ধরার অপরাধে ভোলায় ১২ জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০ কেজি ইলিশ মাছ ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে আটকৃত জেলেদেরকে ৮দিন করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার ভ্রাম্যমান আদলতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাদব সরকার এ রায় দেন।
ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ হালদার জানান, ইলিশ রক্ষায় ভোলা সদর এলাকার মেঘনা নদীতে ভোর রাতে মৎস্য বিভাগের একটি টিম অভিযান চালায় । এ সময় অভিযাান দলটি মেঘনার তুলাতলী, ধনিয়া ও ভোলার খাল পয়েন্ট থেকে জাল ও মাছসহ ১২ জেলেকে আটক করে। পরে ভ্রাম্যমান আদলত প্রত্যেকেতর ৮দিন করে কারাদন্ড দেয়। এছাড়াও জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয় এবং ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরন করা হয়েছে।
উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে গত ২৫ সেপ্টেম্বর থেকে আগামী ৯ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, বিক্রি, মজুদ ও পরিবহন নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ।
মন্তব্য চালু নেই