আগামী রবিবার খুলছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দীর্ঘ ১২ দিন ছুটি শেষে আগামী রবিবার থেকে সকল ধরণের কার্যক্রম শুরু হতে যাচ্ছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ( বেরোবি)। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে গত ২২ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়। তবে পরের শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় তা বাড়িয়ে ৩ অক্টোবর করা হয়। আগামী ৪ অক্টোবর রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক উভয় কার্যক্রম যথারীতি চলবে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ে মেয়েদের জন্য একমাত্র আবাসিক হল শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল আগামী ৩ অক্টোবর সকাল ৯টা থেকে পুনরায় খুলে দেয়া হবে বলে জানিয়েছেন হলটির প্রভোস্ট ড. আবু সালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান (তুহিন ওয়াদুদ)।
এর আগে হলটি ২২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত পবিত্র ঈদ উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়।
মন্তব্য চালু নেই